মহা প্রশ্ন
কাব্যের অর্থ যদি কল্পনা হয়।
তাতে কি করে ইতিহাস আর বাস্তব রয়?
আমি আরও বলতে চাই;
সত্যি যদি সত্য ঘটনা আর বাস্তব অবলম্বনে
তা রচিত হয়, তাকে কি করে কাব্য কল্পনা বলা যায়?
কাব্য থেকেও মহাকাব্যের ভাবনা অতল!
তবে তা কী করে মোক্ষ লাভে পূজন হবে বল?
তা তো বেদব্যাস, বাল্মীকির মতো কবির ভাবনা!
তাই তাতে কোন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পাবনা।
তাইতো আমি তা ভুলেও পুজি না!
আর তাতে কোন মোক্ষ খুঁজি না!
কোন মানুষের কল্পনার ভাব রসে।
সকল মানুষকে রসিক আর তামাশিক করার বশে;
গড়ে তোলে কাব্য আর মহাকাব্য।
তা নয় কি আমার ভাব্য?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সত্যি যদি সত্য ঘটনা আর বাস্তব অবলম্বনে
তা রচিত হয়, তাকে কি করে কাব্য কল্পনা বলা যায়?
যায় না কবি দা। তারপরও ভাল থাকুন। শুভেচ্ছা আপনার জন্য।
loading...
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা !
loading...
প্রশ্নকে প্রশ্নের ভারে নুইয়ে ফেলেছে কবি কালাম ভাই। দারুণ।
loading...
মুগ্ধ হলাম আপনার জবাবে!
loading...
'কাব্য থেকেও মহাকাব্যের ভাবনা অতল!
তবে তা কী করে মোক্ষ লাভে পূজন হবে বল?'
loading...
ধন্যবাদ !
loading...